আজকের দিনে

এক ঝলকে দিনের সেরা খবর

Flash News

  1. ‘তৃণমূল আসার পর জঙ্গলমহলে শান্তিতে আছে’। ‘৭ লক্ষ ৪১ হাজার বাড়িতে দল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা’। ‘ইতিমধ্যে ৪ লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা’। ‘১৬৪ কোটি টাকা ব্যয়ে ৩টি জলপ্রকল্প তৈরি হয়েছে’। ‘এই প্রকল্পে ৬ লক্ষ মানুষ উপকৃত হবে’।

2. ২ বছরের বেশি সময় ধরে চলা জবকার্ড হোল্ডারদের কেন্দ্রীয় বঞ্চনার অবসান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০দিনের কাজের শ্রমিকদের মজুরি প্রদান প্রশাসনের। প্রায় ৫৯লক্ষ শ্রমদানকারীকে ২ হাজার ৬৫১কোটি টাকা প্রদান। বকেয়া প্রদানের কাজ সম্পূর্ণ করা হবে ১মার্চের মধ্যে।

  1. মার্চের শুরুতেই দেশজুড়ে কার্যকর হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী আইন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবিতে শোরগোল।  CAA লাগুর বিরোধীতায় তৃণমূল কংগ্রেস।
  1. কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী। লোকসভা ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিয়েছেন কৌস্তভ।
  1. কলকাতার রাস্তায় পণ্যবাহী ট্রাকের ভিড় কমাতে বড়বাজার ছুঁয়ে বার্জ চালাতে চায় রাজ্য। এ বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম নদী তীরবর্তী প্রায় ২৫টি পুরসভার পুরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। হুগলি নদীর জলপথ উন্নয়ন প্রকল্পের অধীনে ওই কাজ হবে।
  1. গাড়ির মালিকদের জন্য সুখবর! বকেয়া কর মেটানোয় ছাড়ের মেয়াদ আরও বাড়ল। সেক্ষেত্রে মার্চ মাসেও গাড়ির বকেয়া কর জমা দিলে জরিমানায় ছাড় মিলবে। প্রথমে বলা হয়েছিল, দুমাসের জন‌্য এই স্কিমের সুযোগ পাবেন গাড়ির মালিকরা। গত ১ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছিল ওয়েভার স্কিম।
  1. বুধবার সকালে অগ্নিকাণ্ড শহরে। মহম্মদ আলি পার্কের সামনে তেলের ট্যাঙ্কারে আগুন। যার জেরে বিপর্যস্ত যান চলাচল। গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু চালকের। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দশটি ইঞ্জিন।
  1. মামার বাড়িতে বেড়াতে এসে মৃত্যু হল দুই শিশুকন্যার। নবগ্রামের ইটাইসরান গ্রামে জলে ডুবে মৃত্যু হয় দুই শিশুর। মৃত দুই শিশুকন্যা খড়গ্রাম ব্লকের শেরপুরের বাসিন্দা বলে জানাগিয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
  1. শান্তিনিকেতনে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শান্তিনিকেতনে লোহাগড়ের ক্যানেলপাড় থেকে  উদ্ধার হয় বোমা।উদ্ধার হয়েছে ১ জার তাজা বোমা। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
  1. গোরু পাচার রুখল পুলিশ। ২টি ট্রাক থেকে ১০৩ টি গরু উদ্ধার। পাচারের ঘটনায় গ্রেফতার ৬ জন। ধৃতদের গ্রেফতার করে মিহিজাম থানার পুলিশ। মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।
  1. বিজেপি শাসিত রাজ্যে এবার মারাত্মক অভিযোগ, আইসিইউ তে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি রোগীনি কে ধর্ষণ স্বাস্থ্যকর্মীর। এই ঘটনায় ভোজনলাল সরকারের স্বাস্থ্যব্যবস্থায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।
  1. জয়াপ্রদাকে ‘নিখোঁজ’ ঘোষণা করল আদালত। বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও আদালতে হাজিরা ‘এড়িয়ে’ যাচ্ছেন এই অভিনেত্রী-রাজনীতিবিদ। আগামী ৬ মার্চের মধ্যে তাঁর হাজিরা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে ওই বিশেষ আদালত।
  1. পতঞ্জলির ‘ভুয়ো ও বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্ট আগেই পতঞ্জলিকে ধমক দিয়েছিল । এবার এই  মামলায় দেশের শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্র ।  শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল বিভ্রান্তিকর বা ভুয়ো তথ্য নিয়ে বিজ্ঞাপন তৈরি করা যাবে না।
  1. ভারতীয় সেনার হাতে বড় সাফল্য। তিন হাজার তিনশো কেজি মাদক আটক করা হয় গুজরাটের পোরবন্দর থেকে। ভারতীয় নৌসেনা এবং এনসিবি-র যৌথ অপারেশনে এই বিপুল পরিমান মাদক আটক করা হয়।

15.মারণ ব্যাধিকে জব্দ করতে নিরন্তর গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এবার ক্যান্সার আক্রান্তদের নতুন দিশা দেখাচ্ছে ভারতের টাটা ইন্সটিটিউট। ১০ বছর ধরে গবেষণার পর ওষুধ আবিষ্কার করেছেন ভারতীয় চিকিৎসকেরা।

  1. ১ লা মার্চ থেকে দেশে প্রথম চালু হতে চলেছে বৈদিক ঘড়ি। মধ্যপ্রদেশের উজ্জ্বয়ীন জেলায় ওই ঘড়ি চালু হবে। ভার্চুয়ালি এই ঘড়ির উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী নরেন্দ্রমোদী। এই ঘড়ি যন্তর মন্তরে ৮৫ ফুট চওড়া একটি টাওয়ারের উপর বসানোর পরিকল্পনা করা হয়েছে।
  1. বলিউডে ফের বিয়ের সানাই। ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী তাপসী পান্নুর। উদয়পুরে হবে ‘ফিউশন ওয়েডিং’ এমনটায় জল্পনা রটেছে বলি পাড়ায়।
  1. ২০২৪ শে আসছে আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পার’। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ছবির শ্যুটিং পর্ব। ক্রিসমাসেই আসতে পারে এই ছবি এমনটায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমির।
  1. ধরমশালা ম্যাচের আগে চার দিনের ছুটি পেয়েছে টিম ইন্ডিয়া। এর পর  আগামী ম্যাচ রয়েছে ৭ই মার্চ। তার আগে টিম ইন্ডিয়া একত্রিত হবেন  তারা ৩রা মার্চ  ।
  1. নতুন বেতন কাঠামোর ভাবনা বিসিসিআইয়ের। নিয়মিত টেস্ট খেললে মিলবে অতিরিক্ত বোনাস। লাল বলে ক্রিকেটের আকর্ষণ বাড়াতে নতুন সিদ্ধান্ত বোর্ডের।

Related Articles