আজকের দিনে

বাসন্তী দুর্গা সপ্তমীতে উন্নতির প্রবল যোগ এই ৪ রাশির

On Basanti Durga Saptami, these 4 signs have a strong yoga of progress

The Truth Of Bengal :  আজ ১৫ই এপ্রিল, সোমবার। চন্দ্র আজ মিথুন রাশিতে নিজের যাত্রা সম্পন্ন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এ দিন সুকর্মা যোগ, সর্বার্থসিদ্ধি যোগ, পুনর্বসু নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাবে। আজই চৈত্র নবরাত্রির সপ্তমী তিথি। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

মেষ: কাজের কারণে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করবেন। মেডিক্যালের প্রস্তুতি নিচ্ছেন যাঁরা তাঁদের জন্য আজকের দিনটি শুভ। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। অর্থ উপার্জন ও ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন।

বৃষ : আধিকারিক আপনার কাজের প্রশংসা করবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত সম্পর্কের জন্য আজকের দিনটি ভালো। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অধিক সুযোগ পাবেন। স্বাস্থ্যের কোনও বড়সড় সমস্যা থাকবে না, তবে যত্ন নিতে হবে। ব্যবসায়ে ভালো পরিণাম পাবেন।

মিথুন: ব্যবসায়ে নতুন কোনও লগ্নি করবেন না। ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন। ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নতুন প্রকল্প শুরুর আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। স্বাস্থ্যের যত্ন নিন, ক্লান্তি সম্ভব। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কর্কট:  ব্যবসা ও কেরিয়ারে নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকবেন, তবে সঠিক সময়ে এই সুযোগগুলি ব্যবহার করুন। ছাত্রছাত্রীদের জন্য কঠিন দিন। মেডিক্যালের প্রস্তুতি নিলে পরিশ্রমের ফল পাবেন।

সিংহ : বাড়িতে শুভ কাজের প্রস্তুতি নেবেন। ছাত্রছাত্রীদের গবেষণার কাজে অধিক সময় দিতে হবে। নিজের জ্ঞানের মাধ্যমে অন্যকে সঠিক পথ দেখাবেন। আর্থিক লাভের ফলে পরিস্থিতি মজবুত হবে।

কন্যা: আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুখপূর্ণ সময় কাটাবেন। বাণী নিয়ন্ত্রণে রাখুন। ভেবেচিন্তে নিজের ভাষার ব্যবহার করুন। চাকরিজীবী জাতকরা অফিস রাজনীতি থেকে দূরে থাকুন, তা না-হলে সমস্যা হতে পারে।

তুলা : আবেগ নিয়ন্ত্রণ করুন। সংবেদনশীলতার সঙ্গে নিজের কাজ সম্পন্ন করুন। ব্যস্ত থাকুন ও স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক সম্পর্কে মনোনিবেশ করুন। নতুন প্রকল্প শুরুর আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।

বৃশ্চিক : বিরোধীদের থেকে সতর্ক থাকুন, তাঁদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারও ওপর প্রয়োজনাতিরিক্ত বিশ্বাস করবেন না। রাগের কারণে কার্য প্রদর্শন প্রভাবিত হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন, তা না-হলে অর্থাভাব দেখা দিতে পারে।

ধনু :  ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। চিন্তাভাবনা নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন। সামাজিক ও পারিবারিক জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রিয় মানুষের কাছ থেকে সাহায্য ও সমর্থন জরুরি। বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সাহায্যে নিজের সমস্যার সমাধান করুন।

মকর: ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করবেন। শেয়ার বাজার সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁরা আজ লগ্নির দ্বারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। ব্যবসায়ে অর্থ উপার্জনের একাধিক পথ খুঁজে পাবেন। প্রেম জীবনের জন্য ভালো দিন।

কুম্ভ : টাকাপয়সার বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। জীবনে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। নিজেকে বিকশিত করার সুযোগ পাবেন। জীবনে কঠিন পরিশ্রম করার সুযোগ পাবেন।

মীন: আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত থাকবেন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। কাজে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। ধন-সমৃদ্ধি সংক্রান্ত সংবাদ পেতে পারেন। লগ্নির বিষয়ে মনোনিবেশ করতে হবে। চাকরিজীবীরা কাজকর্মে ভালো পরিণাম পাবেন।

Related Articles