আজকের দিনে

চন্দ্রের মেষ রাশিতে বিচরণ, ব্রহ্ম যোগে কেমন থাকবে এই ৫ রাশির রাশিফল?

How will the horoscope of these 5 signs be in Brahma yoga?

The Truth Of Bengal: আজ ১২ মার্চ , মঙ্গলবার। চন্দ্র আজ মেষ রাশিতে বিচরণ করবে। আজ শুক্ল যোগ, ব্রহ্ম যোগ, রবি যোগ, রেবতী নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হচ্ছে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

মেষ: বাড়ির বাইরের ব্যক্তিদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে বুদ্ধিমানীর সঙ্গে কাজ করুন। তা না-হলে শত্রু আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে।

বৃষ : পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করে থাকলে তাঁদের ইচ্ছা পূরণ হবে। কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন।

মিথুন: সাবধানে আর্থিক লেনদেন করুন, তা না-হলে সম্পর্কে বিভেদ দেখা দিতে পারে। মার্কটিংয়ের সঙ্গে জড়িত জাতকরা ভালো কাজ শুরু করতে পারেন। ব্যবসায়ীরা সমস্যায় থাকলে স্বস্তি পাবেন।

কর্কট: ব্যবসায়ীদের জন্য দিন ঠিকঠাক। লক্ষ্য পূরণের জন্য কঠিন পরিশ্রম করবেন। বন্ধু আর্থিক সাহায্য চাইলে তা পূরণ করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে পারবেন। প্রিয় বস্তু হারিয়ে বা চুরি যেতে পারে।

সিংহ : গোপন রহস্য পরিবারের সদস্যদের সামনে প্রকট হবে। সন্তান কোনও কারণে জেদ করতে পারে, যা আপনাদের পুরো করতে হবে। অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন।

কন্যা: ব্যবসায়ে নতুন পরিকল্পনা করে থাকলে তা পূরণ করতে পারেন। ছাত্রছাত্রীদের পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। কোনও কারণে মায়ের সঙ্গে ঝগড়া বাঁধতে পারে।

তুলা: সন্তানের কেরিয়ারের কারণে চিন্তিত থাকলে, তা এবার দূর হবে। রোজগারের সন্ধানে যাঁরা, তাঁরা ভালো সংবাদ শুনতে পাবেন। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ মিটিয়ে নিতে পারেন।

বৃশ্চিক: কারও কথায় আসবেন না, সমস্যা হতে পারে। ভালোভাবে ব্য়বসা পরিচালনার জন্য কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও আলোচনা বজায় রাখতে হবে। নতুন ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের নিজের অনুভূতি ব্যক্ত করবেন না।

ধনু : সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরে থাকতে হবে। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্য পরিশ্রম করবেন। ব্যবসায়ীরা নিজের সম্পর্ক পালনে জোর দিন।

মকর : কর্মকৌশলে বিশ্বাস রাখুন। ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরু করতে পারেন। কোনও কারণে সন্তানের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, ভেবেচিন্তে তাঁদের সঙ্গে কথা বলুন। বড়সড় লগ্নি করে থাকলে হতাশ হতে পারেন।

কুম্ভ: এক সঙ্গে একাধিক কাজ হাতে আসায় দুশ্চিন্তা বাড়বে, কোন কাজ আগে করবেন, কোনটি পরে, তার সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে। লোকদেখানোর জন্য অধিক অর্থ ব্যয় করতে পারেন।

মীন: ব্যবসায়িক সমস্যার কারণে অবসাদগ্রস্ত থাকলে তার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে মিলে ভবিষ্যৎ সংক্রান্ত পরিকল্পনা করতে পারেন। অহংকার করবেন না।

FREE ACCESS

Related Articles