আজকের দিনে

ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গে! পড়ুন আজকের আবহাওয়া

Chance of rain again in Banga! Read today's weather

The Truth Of Bengal: টানা ১ মাস তীব্র তাপদাহের পর আংশিক বৃষ্টিপাতের ফলে সস্থি মিলেছিল রাজ্য বাসীর। তবে চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

চলতি বছরের বসন্তকাল থেকেই, তীব্র গরম বঙ্গ জুড়ে। বেশ কিছু জেলায় তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রির কাছাকাছি। তবে নতুন বছর শুরুর আগে বৃষ্টিপাতের পরে গরম থেকে স্বস্তি মিলেছে রাজ্য বাসির।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতায় গড় তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে  রয়েছে আংশিক বৃষ্টি সম্ভাবনা। কলকাতা সহ উত্তর বঙ্গেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বছরের প্রথম দিনে গরম থেকে স্বস্তি মিলবে রাজ্য বাসির।

 

Related Articles