সপ্তাহের প্রথম দিনেই ইন্দ্র যোগের কামাল, ভাগ্য খুলবে এই ৮ রাশির
Ajker Rashifal 28 October 2024

Truth Of Bengal : আজকের রাশিফল সোমবার ২৮ অক্টোবর (Horoscope Today)। চাঁদ আজ রাত ১০টা ১১ মিনিটে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে গোচর করবে। এই সময় সূর্য রয়েছে তুলা রাশিতে। আজ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। এই তিথিতে আজ ইন্দ্র যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও পরে উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব। আজ সকাল ৬টা ৩০ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৯ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন।
মেষ: পৈতৃক সম্পদ পাবেন। বাধা দূর হবে। আপনি সামাজিক বা রাজনৈতিক প্রচারে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। চাকরিতে চাকরের সুখ পাবেন। পরিবারে অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন এবং সাহচর্য পাবেন। মেষ রাশির জাতকরা সিদ্ধান্ত গ্রহণের সময় নিজের চিন্তাভাবনা স্পষ্ট রাখুন, এর ফলে ভবিষ্যতে লাভ হবে। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বাবার সঙ্গে পরামর্শ করে নিন। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে।
বৃষ : কর্মক্ষেত্রে কোনও কারণে আধিকারিকদের ওপর রাগ হতে পারে। তাঁদের দেওয়া কাজ সময়ের মধ্যে পূরণ করবেন। বাইরের ব্যক্তির সঙ্গে নিজের চিন্তাভাবনা প্রকট করলে পড়ে তাঁরা সেটির বিষয়ে হাসিঠাট্টা করতে পারেন। বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করবেন, এ ক্ষেত্রে বাবার পরামর্শের প্রয়োজন হবে। মামাবাড়ির তরফে ধনলাভ হতে পার। আইনি মামলা থেকে স্বস্তি পাবেন। চাকরিজীবীরা সুসংবাদ পেতে পারেন।
মিথুন : স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ব্যক্তিগত বিষয়ে কোনও গাফিলতি করবেন না। দুপক্ষের কথা শুনে পারিবারিক বিবাদের সমাধান করুন। ব্যবসার কাজে যাত্রা করতে পারেন। মিথুন রাশির ব্যবসায়ীরা ইচ্ছে পূরণ না হওয়ায় হতাশ হবেন। ব্যক্তিগত সম্পর্কে মতভেদ হতে পারে। জীবনের কঠিন বাস্তব দেখে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। কঠিন পরিশ্রম করলে সাফল্য লাভ সম্ভব।
কর্কট : দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হবে। দায়িত্বকে ভয় পাবেন না। দায়িত্ব পূরণের চেষ্টা করবেন। জমি, বাড়ি কেনার সময়ে সব দিক ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। সন্তান কিছু ভালো কাজ করবে, যা দেখে আপনি গর্ব অনুভব করবেন। রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে।
সিংহ: বরিষ্ঠরা এই রাশির চাকরিজীবী জাতকদের কাজে সন্তুষ্ট থাকবেন। কারও ওপর অধিক বিশ্বাস করলে লোকসান সম্ভব। অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, কারও কথায় কান দেবেন না। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানির যোগ। কাউকে সুপরামর্শ দিতে গেলে অপমানিত হতে পারেন। পরিবারে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। আর্থিক দিক দিয়ে সময় ভালো। আটকে থাকা টাকা ফেরত পাবেন।
কন্যা : টাকাপয়সা সংক্রান্ত সমস্যা থাকলে তা বন্ধুর সাহায্যে দূর হবে। বন্ধুদের সঙ্গে পার্টি করার প্ল্যান করবেন। বরিষ্ঠ সদস্যদের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত সাহায্য নিতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। বাড়িতে সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তিলাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্বাস্থ্য দুর্বল হতে পারে, ব্য়য় বাড়বে। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সেবা করার সুযোগ পাবেন। মামার সঙ্গে কথা কাটাকাটি সম্ভব।
তুলা: পারিবারিক জীবনে সক্রিয় থাকবেন। সুখ সাধন বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরুর পরিকল্পনা করতে পারেন। আয় বাড়বে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা আসতে পারে।। বাড়িতে অতিথির আগমন হতে পারে। একটু অর্থাভাব দেখা দিতে পারে এ মাসে। ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা।
বৃশ্চিক : ছোটখাটো মুনাফা অর্জন করতে গিয়ে বড় লাভের সুযোগ হাতছাড়া করবেন না। নতুন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ বাড়বে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় অর্থাগমের যোগ। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কোনও অসৎ কাজের জন্য মনঃকষ্ট। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় আগত সমস্যা দূর করার জন্য বাবার পরামর্শের প্রয়োজন হবে।
ধনু : পরিবারে নতুন অতিথি আগমনের ফলে আনন্দে থাকবেন। সকলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন, কিন্তু তা সম্ভব হবে না। জীবনসঙ্গীর জন্য উপহার আনতে পারেন।
মকর : বাণী সৌম্যতার কারণে মান-সম্মান বাড়বে। সৃজনশীল কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। পুরনো লগ্নির দ্বারা ভালো মুনাফা অর্জন করবেন। সুখ-সমৃদ্ধির পাশাপাশি ব্যয় বৃদ্ধ হবে।
কুম্ভ : আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। তা না-হলে সমস্যা হতে পারে। লোক দেখানোর জন্য অধিক অর্থ ব্যয় করে বসবেন না। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো।
মীন: বড় লক্ষ্য অর্জনের জন্য অধিক পরিশ্রম করতে হবে। আটকে থাকা কাজ সঠিক সময়ের মধ্যে পুরো করতে পারলে ভালো ফল লাভ করতে পারেন। কোনও দোটানা ছাড়া কাজে অগ্রসর হবেন।