কর্মজীবনে পদন্নতির সম্ভবনা, দেখুন আজকের রাশিফল
Chances of promotion in career, see today's horoscope

The Truth of Bengal : আজ, ৯ ডিসেম্বর, সোমবার। আপনার আজকের দিন কেমন কাটতে চলেছে? জ্যোতিষশাস্ত্র মতে একনজরে দেখে নিন আজ কী রয়েছে আপনার ভাগ্যে। দেখুন আজকের রাশিফল।
১। মেষ রাশি
দ্বন্দ্ব রোগের কারণে ভুগতে পারেন। সংসারে বাড়তি খরচ বৃদ্ধি পাবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। পারিবারিক অশান্তি হতে পারে।
২। বৃষ রাশি
রক্তচাপের কারণে শারীরিক কষ্ট হওয়ার ফলে চিন্তা বাড়বে। মানসিক চাপ থাকবে। কর্ম ক্ষেত্রে অন্যদের সম্ভাবনা। ব্যবসায় সুখবর আসবে। আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসবে। সাংসারিক ব্যয় বাড়বে।
৩। মিথুন রাশি
পেটের সমস্যার কারণে কাজে ক্ষতি হবে। শারীরিক অসুস্থতার কারণে শরীর দুর্বল থাকবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে। কাজের ভালো সুযোগ আসবে। বাড়তি খরচ হবে। সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে।
৪। কর্কট রাশি
কোমরে নিচের যন্ত্রণার কারণে কষ্ট পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে কাজে বাধা আসবে। চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে পাওনা আদায় হবে। কাজের চাপে সংসারের সময় কম দেওয়ার কারণে অশান্তি হতে পারে।
৫। সিংহ রাশি
পেটের সমস্যা খানিকটা বাড়তে পারে। বুকের যন্ত্রণার কারনে কষ্ট পাবেন। দিনটি শুভ। কর্মে জটিলতা থাকলেও সফলতা পাবেন। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হবে।
৬। কন্যা রাশি
স্বাস্থ্য ভালোই থাকবে। আর্থিক চাপ বাড়বে। যেকোনো পেশাগত ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। আবেগের বশে কোন কাজ করা থেকে বিরত থাকুন। নিজের প্রতিভা প্রকাশ করার বিশেষ দিন।
৭। তুলা রাশি
কোনরকম শারীরিক কষ্ট অবহেলা করবেন না। কর্ম ক্ষেত্রে জটিলতা কেটে যাবে। ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে। কারোর পরামর্শ নিতে যাবেন না। ধর্মালোচনায় আনন্দ পাবেন।
৮। বৃশ্চিক রাশি
যানবাহনের ক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করুন। উপার্জন নিয়ে মনে ক্ষোভ তৈরি হবে। পরিশ্রম থাকলেও আয় হবে না। অর্থ ভাগ্য ভালো-মন্দ মিশিয়ে থাকছে।
৯ । ধনু রাশি
অতিরিক্ত পরিশ্রমের শারীরিক দুর্বলতা তৈরি হবে। কর্মক্ষেত্র মিশ্র ফল দেবে। অন্যদিনের তুলনায় অর্থভাগ্য ভালো। মাত্র ছাড়া রাগ আপনারই ক্ষতি করবে। পেশাগত ক্ষেত্রে মাথা গরম করে বিবাদ এড়িয়ে চলুন।
১০। মকর রাশি
নিম্নস্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে তিনটি শুভ। আগুন থেকে সাবধানে চলাফেরা করুন। চাকরির স্থানে জটিলতা বাড়বে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির যুগ লক্ষণীয়। অর্থ ভাগ্য ভালো-মন্দ মিশিয়ে থাকছে। পেশাগত ক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তির সহায়তা পাবেন।
১১। কুম্ভ রাশি
শরীর দুর্বল থাকবে। পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায় এর সম্ভাবনা রয়েছে। রাগ জিৎ বৃদ্ধি পেতে পারে। আর্থিক ভাগ্য ভালো যাবে না। জীবিকা নিয়ে কষ্ট ভোগ রয়েছে কপালে।
১২। মীন রাশি
পড়াশোনার চাপ বাড়বে। কোন উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। চাকরির স্থানে নতুন সুযোগ আসবে। ব্যবসার ক্ষেত্রে ফল শুভ। ব্যবসায় খরচ বাড়বে। ইচ্ছা পূরণ হওয়ার দিন।