লাইফস্টাইল
প্রচণ্ড রোদে ঠোঁট পুড়ে গেছে? কীভাবে পরিচর্যা করবেন জানুন
Burned lips in the sun? Learn how to care

The Truth Of Bengal,Mou Basu : গরমে শুধু মুখ, কপাল আর কাঁধই রোদে পুড়ে যায় না। ঠোঁটও রোদে পুড়ে কালো হয়ে যায়। বিশেষ করে নীচের ঠোঁট রোদে পুড়ে যায়। এতে জ্বালা জ্বালা করে। ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
কীভাবে বুঝবেন ঠোঁট রোদে পুড়ে গেছে
স্বাভাবিকের চেয়ে বেশি লালচে হয়ে যায় ঠোঁট। ঠোঁট ফুলে যায়। ত্বক স্পর্শকাতর হয়ে ওঠে। ঠোঁটের ওপর ফুসকুড়ি হয়।
রোদে পুড়ে যাওয়া ঠোঁটের পরিচর্যা কীভাবে করবেন
ঠান্ডা জলে ভেজানো কাপড় বা কাপড়ের মধ্যে বরফ পুরে ঠোঁটের ওপর আলতো করে চাপ দিন। ফোলা ভাব ও জ্বালা ভাব কমবে। অ্যালোভেরা জেল ঠোঁটের ওপর লাগালে জ্বালা ভাব ও যন্ত্রণা কমবে। পেট্রোলিয়ামবিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন লিপ বাম ব্যবহার করুন লিপস্টিক ব্যবহারের আগে। ত্বক আর ঠোঁট আর্দ্র রাখতে প্রচুর পরিমানে জল খান।