কলকাতা
সল্টলেকে খুন যুবক, তদন্তে বিধাননগর উত্তর থানা
Youth murdered in Salt Lake, Bidhannagar North Police Station investigating

Truth Of Bengal: বৃহস্পতিবার গভীর রাত দেড়টা নাগাদ সল্টলেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। রক্তাক্ত অবস্থায় যুবককে রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা। যুবকের পাশেই পরে ছিল তাঁর স্কুটি। জানা গিয়েছে, মৃত যুবকের মান ভিক্টর গঙ্গোপাধ্যায়। ঘটনাটি সল্টলেকে ৫ নম্বর জলের ট্যাঙ্কের কাছে ঘটেছে।
এরপর ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ, তারা এসে আহত যুবককে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসকরা। কি কারণে যুবকের মৃত্যু, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।