‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’, নারী কল্যাণে গৃহীত প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে তৃণমূলের বিশেষ কর্মসূচি
'Your address, the target of development,' a special grassroots program to ensure the benefits of the project taken for women's welfare.

Truth of Bengal: রাজ্যজুড়ে শুরু হল তৃণমূল মহিলা কংগ্রেসের বিশেষ কর্মসূচি ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে মহিলাদের জন্য গৃহীত নানা উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাদের সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত দেড় মাসব্যাপী ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচির বিশাল সাফল্যের পর এবার শুরু হল দ্বিতীয় পর্যায়। ২০ মে, মঙ্গলবার, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের ১৪ বছর পূর্ণ হওয়ার দিনে এই কর্মসূচির সূচনা হয়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল, মহিলাদের ঘরে ঘরে গিয়ে তাদের জানানো যে রাজ্য সরকার কী কী প্রকল্প নিয়েছে— যেমন কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি। মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রতিটি প্রকল্প বাস্তবে রূপ পেয়েছে এবং তাতে উপকৃত হচ্ছেন রাজ্যের মহিলারা।
মঙ্গলবার ঢাকুরিয়া ও গোলপার্ক-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চালান রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার বরো চেয়ারপার্সন চৈতালি চট্টোপাধ্যায়ও।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যে সব প্রকল্প চালু করেছেন, তা আজ বিশ্বে দৃষ্টান্ত হয়ে উঠেছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বোঝাচ্ছি কীভাবে সেই সুবিধা পাওয়া যায়, এবং যদি কেউ সুবিধার বাইরে থাকেন, তাহলে কীভাবে তা পাওয়া যাবে তাও জানানো হচ্ছে।”
এই কর্মসূচির আওতায় একটি বিশেষ লিফলেট তৈরি করে তা মহিলাদের ঘরে ঘরে বিলি করা হচ্ছে, যাতে সব প্রকল্পের খুঁটিনাটি তথ্য একসঙ্গে পাওয়া যায়।
নারী কল্যাণে রাজ্য বাজেটে ১০ শতাংশ এবং জেন্ডার বাজেটে অতিরিক্ত বরাদ্দ মিলিয়ে মোট ৪৮.১৩ শতাংশ অর্থ ব্যয় করা হয় মহিলাদের জন্য। অর্থমন্ত্রী বলেন, “মেয়েরা ‘অর্ধেক আকাশ’, এই কথা মুখ্যমন্ত্রী বাস্তবে রূপ দিয়েছেন।” এই কর্মসূচি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।