মেট্রোর মধ্যে মহিলার শ্লীলতাহানি, যুবককে মারধোর যাত্রীদের
Woman molested, young man beaten by passengers in metro

Truth Of Bengal: ভিড় মেট্রোর মধ্যে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনায় ছড়ায় মেট্রোর মধ্যে। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোতে শুক্রবার এই ঘটনা ঘটে। হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক মহিলা চিৎকার করে ওঠেন ওই যুবকের বিরুদ্ধে। শ্যামবাজার থেকে ছাড়ার পরেই এই ঘটনা। রেলের অন্যান্য যাত্রীরা ওই যুবককে ধরে মারধর করে।
অভিযোগ মেট্রোর ভীড় ইদানিং বেড়েছে। সব মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী হওয়ায় এক মেট্রোর সঙ্গে অন্য মেট্রোর সময়ের দূরত্ব বেড়েছে। ফলে ঠাসাঠাসি করে যেতে হচ্ছে যাত্রীদের। মেট্রোর মধ্যে তিল ধরনের জায়গা পাচ্ছেন না যাত্রীরা। কার্যত চিরেচ্যাপ্টা অবস্থা। এই সুযোগে এক যুবক এক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে। ভিড়ের সুযোগে মহিলার শরীরের স্পর্শ করার চেষ্টা করে।
ভিড়ের মধ্যে ও যুবককে চিহ্নিত করেন ওই মহিলা। অন্যান্য যাত্রীরা চড় থাপ্পর মারে ওই যুবককে। ওই যুবকের বিরুদ্ধে যে নির্দিষ্ট অভিযোগ করেন মহিলা তার কোন সদুত্তর দিতে পারেননি যুবক। পরের স্টেশনে নামিয়ে দেওয়া হয় অভিযুক্তকে। এই ঘটনায় উত্তেজনায় ছড়ায় মেট্রোর মধ্যে। যাত্রীদের অভিযোগ, এক মেট্রোর সঙ্গে অন্য মেট্রোর সময় বাড়িয়ে দেওয়ার কারণে প্রতিদিন ভিড়ে বেসামাল অবস্থা যাত্রীদের।