
The Truth Of Bengal: রাজ্যজুড়ে চার দিন ধরে বৃষ্টি চলবে এমনটা পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। আর তারপর, অর্থাৎ মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে শনিবার সকাল থেকেই কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার ছিল। কিন্তু বৃষ্টির কারণে শহরে ঠান্ডা কমতে শুরু করেছে। তাপমাত্রার পারদ চড়ছে একটু একটু করে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে, যা কি না স্বাভাবিক। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
পাশাপশি হাওয়া দফতরের খবর অনুযায়ী , শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শনিবার দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
Free Access