কলকাতা

কবে উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দির? আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

When will the Jagannath temple in Digha be inaugurated? The Chief Minister clarified once again

Truth Of Bengal: সমুদ্র সৈকত আর দিঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন করবেন। মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। যেটুকু কাজ বাকি আছে দ্রুত গতিতে তা শেষ করার তৎপরতা চলছে। আগেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কবে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। আর একবার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট দিনেই পূর্ব ঘোষণা মত দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই ঘোষণা আবার করলেন তিনি। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। বাংলার আপামর মানুষ অপেক্ষার প্রহর গুনছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই মন্দির গড়ে উঠছে। বাংলার পর্যটন ক্ষেত্রে দীঘার জগন্নাথ মন্দির হয়ে উঠবে এক মাইলস্টোন।

প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ দিঘার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এবার পর্যটকদের কাছে আরও বড় আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে এই জগন্নাথ মন্দির। ধর্মীয় তীর্থস্থান হিসাবে ও দীঘার পরিচিতি লাভ করতে চলেছে। প্রতিবছর বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ পুরীতে যান জগন্নাথ মন্দিরে পুজো দিতে এবং সমুদ্র সৈকত ঘুরতে। এবার দিঘাতেও সমুদ্র সৈকত ভ্রমণের পাশাপাশি জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তরা।

দিঘায় জগন্নাথ দেবের মন্দির-এর ট্রাস্টি বোর্ড গঠন করা হল এদিন। মুখ্যসচিবের নেতৃত্ব মোট ১১ জন অফিসার, ইস্কন, কালীঘাট মন্দির, পুরীর জগন্নাথদেবের মন্দির, রামকৃষ্ণ মিশনের একজন করে প্রতিনিধি সহ মোট ২৭ জনের ট্রাস্টি বোর্ড গঠন করা হল। মুখ্যমন্ত্রীর এদিনের সাংবাদিক বৈঠকে বলেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আপনারা আসবেন। তবে আমি হাইপ তুলতে চাই না। আমার যা ক্যাপাসিটি আমি সেই ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু করতে চাই না।

Related Articles