কলকাতা

‘বিয়ের এত তাড়া কেন’? প্রশ্ন তুলে সচেতনতা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের

West Bengal Commission For Protection Of Child Rights

The Truth of Bengal:আন্তর্জাতিক শিশু সুরক্ষা অধিকার দিবস উপলক্ষে হয়ে গেল বর্ণাঢ্য ‘কার্নিভ্যাল’। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন মোহরকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের থিম ছিল ‘বিয়ের এত তাড়া কেন’? এই প্রশ্ন তুলে সমাজকে বার্তা দেওয়া হল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের তরফে। শিশুদের সুরক্ষার অঙ্গীকারে নেওয়া হল হল একাধিক পরিকল্পনা।

‘বিয়ের এত তাড়া কেন’? প্রশ্ন তুলে সমাজকে বার্তা দেওয়া হল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগের তরফে। আন্তর্জাতিক শিশু সুরক্ষা অধিকার দিবস উপলক্ষে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন মোহরকুঞ্জের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। আগের থেকে এখন অনেকটাই কমানো গিয়েছে বাল্যবিবাহ। প্রশাসন যেমন কড়া হয়েছে তেমনই অভিভাবকদের মধ্যে বেড়েছে সচেতনতা। এই মেলবন্ধনে কমানো গিয়েছে বাল্যবিবাহের হার। সাধারণ মানুষকে আরও সচেতন করতে আন্তর্জাতিক শিশু সুরক্ষা অধিকার দিবসের ‘কার্নিভ্যাল’-এর থিম রাখা হয়েছিল ‘বিয়ের এত তাড়া কেন’? কমবয়সী মেয়েদের জন্য রাজ্য সরকার কী কী কাজ করেছে এবং আগামীদিনে আর কী পরিকল্পনা আছে– সেই সেই কথা তুলে ধরেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। শোনান শিশুদের অধিকার সুরক্ষায় রাজ্যের সাফল্যের কথা।

গোটা রাজ্যের ৪০০ শিশু সহ ৭০০ জন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শিশু সুরক্ষায় অবদানের জন্য ২৭ জন শিশুকে পুরস্কৃত করা হয়। শিশু অধিকার এবং সুরক্ষা সংক্রান্ত ইতিবাচক খবর করার জন্য ‘শিশুশ্রী’ পুরস্কার দেওয়া হয় একাধিক সাংবাদিককে। পুরস্কৃত করা হয় ‘শিশু বান্ধব’ পুলিশ আধিকারিকদেরও। সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিরা আছেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগে। তাঁদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতায় কাজ করছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগ। শিশুদের অধিকার সুরক্ষায় এই কমিটি কী কী কাজ করে চলেছে বা রাজ্য জুড়ে তাঁদের কী কী ইতিবাচক ভূমিকা আছে, সেই সম্পর্কে জানান পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় এবং পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের অ্যাডভাইসার অনন্যা চক্রবর্তী। তাঁদের কথায় উঠে আসে রাজ্যে শিশুদের ওপর হওয়া অপরাধ ও তার প্রতিকারে সরকারের সাফল্যের কথা।

শিশুদের সঙ্গে হওয়া অপরাধ প্রতিরোধ ও কম বয়সে বিয়ে আটকে একটা সুস্থ সমাজ গড়ার প্রয়াস চালাচ্ছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগ। তার জন্য কমিশনের সদস্যরা সক্রিয় হয়ে কাজ কাজ করে চলেছেন। ফলাফলও মিলছে হাতেনাতে। আগের থেকে অনেক কমানো গিয়েছে বাল্যবিবাহ। ‘বিয়ের এত তাড়া কেন’? এই প্রশ্ন যেমন তোলা হল, তেমনই শিশুদের জন্য সুন্দর বাসযোগ সমাজ গড়ে তোলার অঙ্গীকার করা হল।

 

Related Articles