আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ৫ জানুয়ারি নির্বাচন কমিশনের জরুরি বৈঠক
রাজ্যের তরফে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারও।
Truth Of Bengal: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে একটি বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। রাজ্যের তরফে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারও।
সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন পরিচালনার প্রস্তুতি এবং বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনই নয়, নির্বাচন পরিচালনার সম্পূর্ণ রূপরেখা ও নজরদারি ব্যবস্থার উপর এবার আরও কড়া দৃষ্টি রাখতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন একাধিক দফায় না করে কম দফায় সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। প্রাথমিকভাবে লক্ষ্য এক দফাতেই গোটা রাজ্যে নির্বাচন সম্পন্ন করা। একান্ত প্রয়োজনে সর্বোচ্চ দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করা হতে পারে।
ইতিমধ্যেই কমিশন বিগত ১৫ বছরের নির্বাচনী তথ্য খুঁটিয়ে পর্যালোচনা করেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই প্রাথমিক পর্যায় থেকে কড়া পদক্ষেপে এগোচ্ছে কমিশন। রাজ্যে নতুন ইভিএম ও ভিভিপ্যাট পৌঁছে গিয়েছে এবং তার ফার্স্ট লেভেল চেকিং এর কাজও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াতে এবার বুথের ভিতরে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েবকাস্টিং ক্যামেরা বসানো হবে। পাশাপাশি বুথের বাইরেও ক্যামেরা থাকবে, যা ১০০ মিটার এলাকা পর্যন্ত নজরদারিতে রাখবে।






