কলকাতারাজ্যের খবর

শীতের ঝোড়ো ইনিংস রাজ্যজুড়ে! তাপমাত্রা নেমেছে ১৫-এর ঘরে

Weather Update in West Bengal

The Truth of Bengal: মরশুমের প্রথম শীতলতম দিন। কলকাতায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। জেলায় জেলায় শীতের স্পেল। ১২ ডিগ্রির ঘরে পশ্চিমের জেলার তাপমাত্রা। শীতের অনুকূল পরিস্থিতি দেশে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার ১১ ডিসেম্বর। উত্তর-পশ্চিমের বাতাস বইবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আগামী দু দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২/৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এরপর ২/৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। আগামী দু’দিনে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

জমিয়ে শীতের স্পেল বাংলায়। ধীরে ধীরে নামছে পারদ। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা আর নেই। সপ্তাহের শুরুতেই আরো তাপমাত্রা নামল। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। ঘন কুয়াশার দাপট চার জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে।মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

আগামী দুদিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নিচে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আজ মরশুমে প্রথম ১৫ ডিগ্রির ঘরে নামলো পারদ। আজ সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। শীতের স্পেল কলকাতাতেও।শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।

তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৭ শতাংশ। মধ্য ভারতে আগামী দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা জানতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী ৪/৫ দিনে ক্রমশ পারদ নিচের দিকে নামবে। পশ্চিম ভারতীয় আগামী 24 ঘণ্টা পর থেকে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত।

Free Access

Related Articles