
The Truth of bengal: আবারও বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছুদিন আগেই বৃষ্টির মরসুম কাটিয়ে শীতের আশা করতে শুরু করেছিল বাঙালি। শীতের আমেজও অনুভূত হচ্ছিল। কিন্তু কদিন কাটতে না কাটতেই ফিরল গরমের অনুভব। বাড়ছে তাপমাত্রাও। দিনের সঙ্গে সঙ্গে রাতেও তাপমাত্রা আরও বাড়বে। সেটাও স্পষ্ট করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনের জেরে হতাশ শীত প্রিয় বাঙালি। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূবালি হাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।একটি বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। এই বিপরীত ঘূর্নাবর্তের জেরে হাওয়ায় মিশতে শুরু করেছে জলীয় বাষ্প। এর ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি বাড়তে শুরু করেছে তাপমাত্রাও।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও দুই ২৪ পরগনার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক দিন শীতের আমেজ চলে আসায় কিছু কিছু সোয়েটার-জ্যাকেটও বের করে বের করে ফেলেছিলেন অনেকে। আবহাওয়ার খামখেয়ালিপনায় শীতের সেই আমেজ হাওয়া, উল্টে বৃষ্টি ও গরমের ভ্রুকুটি।
Free Access