ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সাগর উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা, কতটা প্রভাব পড়বে বঙ্গে?
Weather Update

The Truth OF Bengal : বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি নিম্নচাপে পরিণত হয়ে শনিবার রাতে ঘূর্ণিঝড়ের আকার নেবে। রবিবার সাগর দ্বীপ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়া সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে। রবিবার লাল সতর্কতা জারি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে।
একইসঙ্গে কলকাতা হাওড়া হুগলিতে বইতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টি। সোমবার বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।হওয়ার গতিবেগ বেশি থাকার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে কাঁচা বাড়ি, গাছ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে ক্ষেতের ফসলও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যে কারণে প্রশাসনের তরফ থেকে ফসল তুলে ফেলা পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।