
The Truth Of Bengal : দার্জিলিংয়ের কিছু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। বৃষ্টি শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায়। রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি; সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ হতে পারে। কাল সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আজ ঝড়-বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায়। আগামী ২৪ ঘন্টায় বাড়বে তাপমাত্রা। মেঘলা আকাশ; দিনও রাতের তাপমাত্রায় বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
বৃষ্টির বেশি সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে। ৫০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস এই জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
FREE ACCESS