কলকাতা

সপ্তাহের শেষে আবার শীত ফিরে আসার আশারবাণী

Weather Update 

The Truth of Bengal: জানুয়ারির কার্যত উধাও হয়ে গিয়েছে শীত। উষ্ণশীত দিয়ে নতুন বছর শুরু হয়েছে। আর কি ফিরবে না শীত? এই প্রশ্ন ঘোরাফেরা করছে শীতবিলাসীদের মনে। তবে আশাহত হওয়ার কারণ নেই। আপাতত আরও দুই এক দিন তাপমাত্রা একই রকম থাকলেও সপ্তাহান্তে নামতে পারে পারদ।

জাঁকিয়ে আসতে পারে শীত। আরও বাড়ল কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা থাকছে। পরে দিনভর থাকছে আংশিক মেঘলা আকাশ। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই দিন আরও একটু তাপমাত্রা বাড়বে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে একটু মালুম হলেও দিনের বেলায় দেখাই যাচ্ছে না শীত। তবে আলিপুর আবহাওয়া দফতর সপ্তাহের শেষে আবার শীত ফিরে আসার আশারবাণী শোনানোয় খুশি শীতপ্রেমীরা।

Related Articles