কলকাতা

মেঘ সরতেই পারদ কমলো কলকাতায়, আগামী কয়েকদিনে শহরে কমবে পারদ

Weather Update

The Truth Of Bengal : মেঘ সরতেই পারদ নামল কলকাতায়। বুধবার সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে আরও কিছুটা নামতে পারে কলকাতার পারদ। তবে শীত আসতে এখনও ঢের দেরি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

এখনই শীতের ব্যাট করতে নামার চান্স না থাকলেও, এই শীতের আমেজ বেশ ভালই উপভোগ করছেন শহরবাসী। দুপুরে গরম থাকলেও রোদ্দুর পড়তে না পড়তেও বেশ ঠান্ডার অনুভূতি টের পাওয়া যাচ্ছে গত বেশ কয়েকদিন ধরেই। মাঝে নিম্নচাপের কারণে কিছুটা বিঘ্ন ঘটেছিল বটে, তবে মেঘ কাটতেই আবার পারদ পতন শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে। পূর্বাভাস যদি ঠিকঠাক মিলে যায়, তাহলে উইকএন্ডে দারুণ শীতের আমেজ উপভোগ করতে পারবেন শহরবাসী।

জলীয় বাষ্পের কারণে দিনের বেলা হিমেল আমেজ সেভাবে না থাকলেও, সন্ধে ঘনাতেই কমতে শুরু করছে তাপমাত্রার পারদ। অনেকের বাড়িতেই রাতে ঘুমানোর সময় হালকা কম্বলও, বালাপোষও বেরিয়ে পড়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছুটা নামতে পারে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে, আগামী শুক্র-শনিবারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সেক্ষেত্রে সপ্তাহান্তে শীতের আমেজ ভরপুর উপভোগ করার সুযোগ পেয়ে যাবেন আপনি।

FREE ACCESS

Related Articles