
The Truth of Bengal: গত কয়েকদিন ধরে কলকাতা সহ গোটা রাজ্যে বজায় ছিল ভ্যাপসা গরম। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি। বরং অস্বস্তি আরও বেড়ে চলে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি নামে কলকাতা সহ আশপাশের জেলায়। ভারী বৃষ্টির হাত ধরে একধাক্কায় তাপমাত্রা নেমেছে অনেকটাই। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। যার জেরে ইতিমধ্যেই বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার অবস্থান উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর রয়েছে এবং ঘূর্ণবাতের জন্য প্রচুর মেঘ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের ওপর। এর ফলে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি সদয় হলেও উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের ওপর তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আগামী ৪-৫ দিন।
প্রতিদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী পাঁচ থেকে সাত দিন মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলতে চলেছে।