কলকাতা

নেই শীতের আমেজ, বর্ষবরণে গরম কলকাতায়

Weather Report

The Truth Of Bengal : আগামী পাঁচ দিন পরিস্কার শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সাথে আগামী এক সপ্তাহ তাপমাত্রায় কোন পরিবর্তন থাকবে না বঙ্গোপসাগর দিয়ে জলীয় বাষ্পর প্রবেশটা অনেকটাই আমাদের রাজ্য। তার ফলেই সর্বনিম্ন তাপমাত্রা যেটা স্বাভাবিক তার চেয়ে উপরে চলছে। ২ থেকে ৪ ডিগ্রি মত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল। ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক এই সময় থাকার কথা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস বছরে।

এই সময় যেই ঠান্ডাটা থাকে তার চেয়ে অনেকটাই কম পশ্চিমে জেলাগুলিতে যতটা ঠান্ডা থাকা কথা। সেটা নেই আগামী এক সপ্তা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি থাকবে তার চেয়ে কমার কোন সম্ভাবনা নেই। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দার্জিলিং এবং কালিম্পনে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে ৩১ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে।

এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা মালদা দিনাজপুর এই জেলাগুলোতে চার এবং পাঁচ তারিখে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমে জেলাগুলোতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই এক জায়গায় জাগিয়ে ঠান্ডা কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে নেই আগামী এক সপ্তাহে।

 

FREE ACCESS

Related Articles