
The Truth Of Bengal : কলকাতায় স্বাভাবিকের অনেকটাই উপরে রাতের তাপমাত্রা। জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া। নতুন বছরের প্রথম সপ্তাহে পারদ পতনের সম্ভাবনা। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে ফের ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। জেলায় জেলায় দশ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। পশ্চিমের দু এক জেলায় দশ ডিগ্রির নীচে নেমে যেতে পারে তাপমাত্রা। বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। বর্ষ শেষ এবং বর্ষবরণের কটা দিন এমনই থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গে সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। বাংলাদেশ ঘূর্ণাবর্ত। এর ফলে পুবালী হাওয়ার দাপট বাড়ছে। কমেছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। উত্তুরে হাওয়ার দাপট নেই। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
পাঞ্জাব থেকে পূর্ব ভারত সব রাজ্যেই স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি উপরে তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কতা। উত্তর-পশ্চিম ভারতের কোল্ড-ডে পরিস্থিতি। উত্তর-পূবালী হাওয়ায় নতুন স্পেল। বর্ষ শেষ ও বর্ষবরণে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ভারতে। বর্ষ শেষ ও বর্ষবরণে ভিজতে পারে উত্তর-পশ্চিম ভারত। কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার বছরের শেষ দিনে। বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ৩০ শে ডিসেম্বর শনিবার। এর প্রভাবে বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ ভারতে নর্থ ইস্টালি হাওয়ার প্রভাব। নতুন করে স্পেল বর্ষ শেষে। এই প্রভাব বাড়বে শুক্রবার থেকে।
উত্তরবঙ্গে শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় রবিবার থেকে বুধবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায়। নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা।
FREE ACCESS