
The Truth Of Bengal : ডিসেম্বরের শেষে কোথাও দেখা গেল মেঘলা আকাশ তো কোথাও আবার গুমোট গরম। অবস্থার পরিবর্তন হল না বড়দিনেও। উৎসবের মরশুমে স্বাভাবিকের চেয়ে একটু বেশিই গরম বঙ্গে। সেইসাথে রয়েছে কুয়াশার দাপট। অর্থাৎ সবে মিলিয়ে বড়দিনে শীত ‘বড়’ হবে না বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর । রবিবারের মত সোমবারও বাঙালির সকাল শুরু হয়েছে কুয়াশা দিয়ে। তবে বেলা বাড়ার সাথে সাথেই উঁকি দেবে রোদের ঝিলিক।
শীত না থাকলেও মিঠে রোদের আমেজে শরীর চাগিয়ে নিতে পারবে বঙ্গবাসী। হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, সোমবার গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বাড়বে। অর্থাৎ বড়দিন কাটবে কনকনে ঠান্ডা ছাড়াই। কলকাতার আবহাওয়া আপাতত কলকাতার তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। সেই সাথে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই বলেই খবর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শীতের আমেজ। তবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে জেলায় জেলায় বেড়েছে জলীয়বাষ্পের মাত্রা। যারফলে কনকন শীত এখন নিরুদ্দেশ। সকালটা কুয়াশা দিয়ে শুরু হলেও বেলা বাড়লেই বাড়বে দৃশ্যমানতা। তবে স্বস্তি এটুকুই যে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। তাই শীতপ্রেমীদের জন্য এটা খারাপ খবর হলেও এই বছরটা শীতকাতুরেদের জন্য ভালোই কাটবে।
FREE ACCESS