চাঁদিফাটা গরম থেকে স্বস্তি, ঝড়- বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Weather office predicts rain and thunderstorms

Truth Of Bengal: হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা আমজনতার। রবিবার তাপমাত্রা কমার কোন সিদ্ধান্ত নেই। এই আবহে হাওয়া অফিসের তরফে দেওয়া হল সুখবর। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
সোমবার হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলায়। এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। আর তাতেই হাঁসফাঁসানি গরম থেকে কিছুটা রেহাই পেতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এখান থেকেই স্পষ্ট যে, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে রাজ্য জুড়ে বদলাতে চলেছে আবহাওয়া।
অন্যদিকে উত্তরবঙ্গে দেখা যাবে একই চিত্র। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়-বৃষ্টি জেরে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। রবিবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। নেই বৃষ্টির সম্ভাবনা।