নববর্ষের আগেই আবহাওয়া বদল, ঝড়- বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Weather forecast for New Year's Eve: Meteorological Office predicts storms and rain

Truth Of Bengal: বৈশাখ শুরুর আগেই বাংলা জুড়ে আবহাওয়া বদল। ঝড়- বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের ৯ জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। রবিবারের পাশাপাশি সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। তাতে কিছুটা হলেও কমবে তাপমাত্রার পারদ। কিছুটা হলেও স্বস্তি পাবেন আমজনতারা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, রবিবার কালবৈশখীর সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ সব জেলায়। বইবে ৩০-৪০ কিমি গতিবেগে দমকা বাতাস। জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৮ শতাংশের মধ্যে।
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং—সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা বদল হবে না। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি।