কলকাতারাজ্যের খবর

বৃহস্পতি থেকেই আবহাওয়া বদল, বড় পূর্বাভাস হাওয়া অফিসের

Weather changes from Thursday, big forecast

Truth Of Bengal: চৈত্রের তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি। বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসের তরফে জানান হয়েছে,  আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তবে আদ্রতাজনিত অস্বস্তি থেকে এখুনি মিলছে না স্বস্তি। আগামী বেশ কয়েকদিন রাজ্যের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

পূর্বাভাস বলছে,  আগামীকাল অর্থাৎ শুক্রবার  বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায়। সেইসঙ্গে কলকাতায় বৃষ্টি হবে।  আর তাতে  দাবদাহ কিছুটা কমলেও উষ্ণতায় কাটবে দিনভর। সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া  বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে  উত্তরবঙ্গে এদিন  দার্জিলিং ছাড়া অন্যান্য জেলাগুলিতে নেই বৃষ্টির পূর্বাভাস।  থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার পার্বত্য দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং-এর সঙ্গে জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার এই তিন জেলার সঙ্গে যুক্ত হতে পারে মালদহ।

Related Articles