কলকাতারাজ্যের খবর

ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে কলকাতা! ব্যাহত উড়ান পরিষেবা

Visibility low in Kolkata for Heavy Fog

The Truth of Bengal: কলকাতা বিমানবন্দরে কুয়াশার দাপট। যার জেরে ব্যাহত উড়ান পরিষেবা। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে কুয়াশার দরুন খুব সাবধানে বিমান ওঠা নামানো করা হচ্ছে রানওয়েতে। কুয়াশার দাপটে বাতিল হয়েছে ৪১টি উড়ান। এছাড়া কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই বিমান ছাড়তে দেরি। অন্যদিকে, সোমবার পৌষ সংক্রান্তির সকাল থেকে কলকাতা সহ হাওড়া শহর ঘন কুয়াশা চাদরে ঢেকে গেছে।

এর ফলে রাজ্যজুড়ে রেল ও সড়কপথে যান চলাচলের স্বাভাবিকভাবে গতি থমকে গেছে। যার ফলে ধীর গতিতে চলছে রেল ও যান চলাচল। ঘন কুয়াশার জেরে সোমবার ভোর রাত থেকে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান দেরিতে ওঠানামা করছে। জানা যাচ্ছে, এদিন রাত আড়াইটা নাগাদ দৃশ্যমানতা ২৫ মিটারে নেমে আসে। এরপর ভোর সাড়ে পাঁচটা নাগাদ দৃশ্যমান্যতা বেড়ে ১৫০ মিটার হয়।

যার জেরে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান ওঠা নামায় বিলম্ব হচ্ছে।  যদিও সকাল আটটা নাগাদ দৃশ্যমানতা বেরে ৩০০ মিটার হয়েছে। এই মুহূর্তে বেশ কিছু বিমান দেরিতে উঠানামা করলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে।

Free Access

Related Articles