কলকাতা

মেডিক্যাল কলেজে হস্টেলে সারপ্রাইজ ভিজিট ভাইস প্রিন্সিপ্যালের

Vice Principal's surprise visit to Medical College hostel

The Truth of Bengal: একটা সময় ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কলেজেই সীমাবদ্ধ ছিল ব়্যাগিং প্রথা। কিন্তু সময়ের সঙ্গে সেই প্রথার শিকড় ছড়িয়েছে রাজ্যের কয়েকটি ভিন্ন শাখার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। যদিও তা ততটা প্রকট নয়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথমবর্ষের ছাত্র মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এমন পরিস্থিতি যাতে না হয়, তাই আগাম পদক্ষেপ করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার হস্টেল ভিজিট করেন উপাধ্যক্ষ ডাঃ অঞ্জন অধিকারী। কথা বললেন নবাগত পড়ুয়াদের সঙ্গে। ব়্যাগিং রুখতে তিনি তৈরি করে দেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে থাকবেন প্রিন্সিপাল, এমএসভিপি ও ফ্যাকাল্টি অফ স্টুডেন্ট ডিনও। এছাড়াও প্রথম বর্ষের পড়ুয়াদের সাহস জোগাতে একাধিক নির্দেশ দিয়েছেন এমএসভিপি। যাদবপুর কাণ্ডের পরেই তোলপাড় শুরু হয় শিক্ষামহল। এর পরেই রাজ্যের তরফে বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

সেই বার্তা পাওয়ার পরেই বুধবার সন্ধেয় বৈঠকে বসে মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সদস্যরা। সেখানে ঠিক হয়, শুধু রোগী নয়, যারা ভবিষ্যতে রোগীর চিকিৎসা করবেন, তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। ফলত, হস্টেলে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর দিতেই এই উদ্যোগ। গিরিবাবু লেনের প্রথম বর্ষের হস্টেলেই প্রথম ভিজিট করা হয়। কথা বলা হয় প্রথম বর্ষের পড়ুয়াদের সঙ্গে।

Related Articles