কলকাতা
Nabanna: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন UNICEF-এর প্রতিনিধি
UNICEF representative Cynthia McCaffrey met West Bengal Chief Minister to discuss child welfare, health, education, nutrition, and future collaborations with the state government.
জয় চক্রবর্তী: পশ্চিমবঙ্গে এলেন UNICEF-এর প্রতিনিধি মিস সিনথিয়া ম্যাকক্যাফ্রি। মঙ্গলবার নবান্নে (Nabanna) বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শুধু তাই নয়, সেই সঙ্গে এদিন বিকেলে তিনি বৈঠকও করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সাধারনত এই বৈঠকে আলোচনার বিষয় ছিল শিশু কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি বিষয়।

উক্ত বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ইউনিসেফের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে পুষ্টি ও ডিজিটাল শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী ইউনিসেফের সহযোগিতা এবং ভূমিকার প্রশংসা করেন। ইউনিসেফের তরফ থেকেও রাজ্য সরকারের সঙ্গে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদার করার বার্তা দেওয়া হয়।






