কলকাতা

‘জনগর্জনে’ ঘোষণা প্রার্থীদের নাম, প্রার্থী তালিকায় একাধিক চমক,৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Trinamool announced candidates for 42 seats

The Truth of Bengal: জনগর্জনের মাঝে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা। প্রথা ভেঙে এই প্রথম প্রকাশ সমাবেশ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। কারা জায়গা পাবেন, কারা বাদ যাবেন–তা নিয়ে জল্পনা চলছিল গত কয়েকদিন ধরে। সেই জল্পনার অবসান। বাদ গিয়েছে কয়েকটি নাম। প্রত্যাশিত ভাবে চমকের তালিকায় একাধিক বড় নাম জায়গা পেয়েছে। জনগর্জনের মাঝে প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। প্রার্থীদের নামেও যেমন চমক, তেমনই ঘোষণায়ও চমক। ব্রিগেডে জনগর্জনের মাঝে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা। এতদিনের প্রথা ভেঙে এই প্রথম প্রকাশ সমাবেশ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। এতদিন সাধারণত কালীঘাটে দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করেই প্রার্থী তালিকা ঘোষণা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার দিন বা দু-একদিন আগে-পরে প্রার্থী ঘোষণা করা হয়। এবার এই প্রথম ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রার্থীতালিকা ঘোষণা। প্রার্থী তালিকায় কে কে জায়গা পাবেন, কে কে বাদ যাবেন–তা নিয়ে জল্পনা চলছিল গত কয়েকদিন ধরে। সেই জল্পনার অবসান। প্রত্যাশিত ভাবে চমকের তালিকায় জায়গা পেয়েছে একাধিক বড় নাম। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে—

৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা

  • কোচবিহার: জগদীশ চন্দ্র বাসুনিয়া
  • আলিপুরদুয়ার: প্রকাশ চিকবড়াইক
  • জলপাইগুড়ি: নির্মল রায়
  • দার্জিলিং: গোপাল লামা
  • রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী
  • বালুরঘাট: বিপ্লব মিত্র
  • মালদা উত্তর: প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • মালদা দক্ষিণ: শাহনওয়াজ আলি রেহান
  • জঙ্গিপুর: খলিলুল রহমান
  • বহরমপুর: ইউসুফ পাঠান
  • মুর্শিদাবাদ: আবু তাহের খান
  • কৃষ্ণনগর: মহুয়া মৈত্র
  • রানাঘাট: মুকুটমণি অধিকারী
  • বনগাঁ: বিশ্বজিৎ দাস

 

৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা

  • ব্যারাকপুর: পার্থ ভৌমিক
  • দমদম: সৌগত রায়
  • বারাসত: কাকলি ঘোষ দস্তিদার
  • বসিরহাট: হাজি নুরুল ইসলাম
  • জয়নগর: প্রতিমা মণ্ডল
  • মথুরাপুর : বাপি হালদার
  • ডায়মন্ড হাববার: অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • যাদবপুর: সায়নী ঘোষ
  • কলকাতা দক্ষিণ: মালা রায়
  • কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • উলুবেড়িয়া: সাজনা আহমেদ
  • শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়

 

৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা

  • আরামবাগ: মিতালি বাগ
  • তমলুক: দেবাংশু ভট্টাচার্য
  • কাঁথি: উত্তম বারিক
  • ঘাটাল: দীপক অধিকারী
  • ঝাড়গ্রাম: কালীপদ সোরেন
  • মেদিনীপুর: জুন মালিয়া
  • পুরুলিয়া: শান্তিরাম মাহাতো
  • বাঁকুড়া: অরূপ চক্রবর্তী
  • বর্ধমান পূর্ব: ডঃ শর্মিলা সরকার
  • বর্ধমান উত্তর: কীর্তি আজাদ
  • আসানসোল: শত্রুঘ্ন সিনহা
  • বোলপুর: অসিত কুমার মাল
  • বীরভূম: শতাব্দী রায়
  • বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল খাঁ

ব্রিগেডের জনগর্জন সভা থেকে চমকের প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দলের কর্মী সমর্থকদের সঙ্গে এদিন প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেই প্রার্থীদের সঙ্গে নিয়ে র‍্যাম্পে হাঁটেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকায় যেমন বেশ কয়েকজন নতুন নাম এসেছে, তেমনই বাদ গিয়েছেন কয়েকজন। সব মিলিয়ে প্রার্থী তালিকায় ভারসাম্য রেখে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রইল তৃণমূল।

Related Articles