যাত্রীদের জন্য সুখবর, নন-ইন্টারলকিং সিস্টেমের কাজ বাতিল, সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল হবে না
Trains will not be canceled on Sealdah branch

The Truth Of Bengal : শনি-রবিবার নন-ইন্টারলকিং সিস্টেমের কাজ বাতিল। ফলে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় আলাদা করে কোনও ট্রেন বাতিল হবে না। এমনই সুখবর শোনাল রেল। যার জেরে শনি ও রবিবার যে কটি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল, তার সবকটিই চলবে। রেলের নয়া বিজ্ঞপ্তিতে স্বস্তিতে যাত্রীরা। এর আগে দুদিন মিলিয়ে শিয়ালদহের অন্তত ১৯টি শাখায় প্রচুর ট্রেন বাতিলের ঘোষণা করেছিল পূর্ব রেল। পরে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়।
শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-বারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ঠাকুরনগর, শিয়ালদহ-বনগাঁ, বারাসত-হাসনাবাদ, দমদম-বারাকপুর, হাসনাবাদ-দমদম শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল।
শুধু শনিবারই এই বাতিলের তালিকায় ছিল দেড়শোর বেশি ট্রেন। রেলের নয়া বিজ্ঞপ্তিতে যাত্রীরা স্বস্তি পেলেন। পূর্ব রেলের তরফে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দমদমে নন ইন্টারলকিং সিস্টেমের কাজ আপাতত হচ্ছে না। ফলে আলাদা করে কোনও ট্রেন বাতিল হবে না এবং যাত্রীদের কোনও সমস্যাও হবে না।
FREE ACCESS