সাতসকালে ট্রেন চলাচলে বিপত্তি, ওভারহেডের তার ছিঁড়ে ব্যান্ডেল ও কাটোয়া শাখায় বন্ধ ট্রেন চলাচল
Train services disrupted at 7am, overhead wires snapped, train services suspended on Bandel and Katwa branches

Truth Of Bengal : ফের ট্রেন লাইনে বিপত্তি। ওভারহেডের তাঁর ছিঁড়ে যাওয়ায় বন্ধও হয়ে যায় ট্রেন চলাচল। বৃহস্পতিবার সাতসকালে ঘটে ট্রেন চলাচলে বিপত্তি। যার জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ট্রেন চলাচল। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তবে সপ্তাহের ব্যস্ততম দিনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটার জেরে যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছতে দেখা দিয়েছে সমস্যা। কিছু কিছু ট্রেন দাঁড়িয়ে রয়েছে মাঝপথে, যার ফোলে ক্ষোভে ফেটে পড়ছেন অধিকাংশ যাত্রীরা।
একাধিক ট্রেন চলাচল বন্ধ থাকার জন্য হুগলি, চুঁচুড়া,চন্দননগর,মানকুণ্ডু,ভদ্রেশ্বরের মতো স্টেশনে বাড়ছে যাত্রীদের ভিড়। পূর্ব রেল সূত্রে খবর ব্যান্ডেল ও আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে ডাউন বর্ধমান লোকাল। অন্যদিকে ডাউন ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে রয়েছে হুগলি ও ব্যান্ডেলের মাঝে। দাঁড়িয়ে আছে বর্ধমান ও কাটোয়াগামী অসংখ্য ট্রেন। আর এই সব কারণে স্টেশন চত্বরগুলিতে ভিড় উপচে পড়ছে।
দীর্ঘক্ষণ ঠিক হওয়ার জন্য অপেক্ষা করেও যখন ট্রেনের সমস্যা ঠিক হয়নি তখন যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল ও হুগলি স্টেশনের দিকে রওনা দিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে রেলের ‘ইনস্পেকশন কার’। তবে প্রতিটি স্টেশনেই মাইকিং করে জানানো হচ্ছে ট্রেনের সমস্যা দূর করতে এখন বেশ কিছু সময়ের প্রয়োজন তাই যাত্রীরা যেন হুড়োহুড়ি না করে, তাতে সমস্যা আরও বাড়বে।