সিগন্যালিং ব্যবস্থার মেরামতি, একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের
বেশ কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

The Truth of Bengal: গত কয়েক সপ্তাহ ধরেই রেলের সিগন্যালিং ব্যবস্থার উন্নতির জন্য ধাপে ধাপে লোকালসহ দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছিল। এবার ফের একবার দক্ষিণপূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল।
রেল সূত্রের খবর, চক্রধরপুর ডিভিশনে রেললাইনের পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থার মেরমতি হবে, তাই বেশ কয়েকদিন ধরেই ট্রেনগুলিকে বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরীগামী একাধিক ট্রেন বাতিল রাখা হচ্ছে। এছাড়া পুরুলিয়া, আদ্রা, খড়্গপুর, টাটাগামী লোকাল ট্রেনও প্রচুর বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে, দক্ষিণ পূর্ব রেল।
চক্রধরপুর ডিভিশনে মোট ৬৬টি ট্রেন বাতিল করা হয়েছে। তার কয়েকটি হল।
১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৮৪৫২ পুরী-এইচটিই এক্সপ্রেস বাতিল থাকবে। ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৮৪৫১ এইচটিই-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে। ১২৮৭০ হাওড়া-সিএসএমটি ১২৮৭০ ২৯ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।১৩৪২৬ এটি-মালদহ এক্সপ্রেস ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।২২৮৪৫ পুনে-এইচটিই এক্সপ্রেস ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।