কলকাতা

আংশিক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! কোন পথে কিভাবে যাবেন?

Traffic Restriction in Vidyasagar Setu

The Truth of Bengal: আজ, মঙ্গলবার থেকে বিদ্যাসাগর সেতুতে যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে। হাওড়াগামী দুটি লেনই আজ রাত ১০ টা থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। যাত্রীবাহী গণপরিবহন থেকে শুরু করে ছোট গাড়ি, বাইক, পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য খোলা থাকবে বিকল্প রুটে। আসলে গত ১ নভেম্বর থেকে বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরসিসি)।

মূলত সেতু মেরামতির জন্য আগামী কয়েক মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেই কারণে অন্য রুট দিয়ে যান চলাচল করানো হবে। প্রথম ফেজে বন্ধ রাখা হবে হাওড়াগামী লেন। পরের ফেজে ফের বন্ধ থাকবে কলকাতাগামী লেন। ডিএল খান রোডের দিক থেকে আসা পণ্যবাহী গাড়ি বিদ্যাসাগর সেতুর বদলে এজেসি বোস রোড বা ডিএল খান রোড হয়ে হসপিটাল রোড, কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড, ডানলপ হয়ে নিবেদিতা সেতু দিয়ে শহরের বাইরে যেতে পারবে।

অন্যদিকে, যে গাড়িগুলি এক্সাইড ক্রসিং হয়ে দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে যাবে, তার রুট বদলে জেএল নেহরু রোড ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে এগিয়ে যাবে। বন্দরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে সেন্ট জর্জ গেট রোডের দিকে। সেগুলিকেও শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাস করানো হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যানজট এড়াতে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য যানবাহন চলাচলও অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ডিসেম্বর অর্থাৎ আজ রাত ১০ টা থেকে এই নিয়ম লাগু হবে।

Free Access

 

Related Articles