
The Truth of Bengal, Mou Basu: দুগ্গা মায়ের আসার খবরেই আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি, বাঙালি, অবাঙালি নির্বিশেষে সবার মন। পুজোর বাকি আর মাত্র ক’টা দিন। এখন থেকেই শুরু হয়ে গেছে পুজোর প্ল্যানিং। সেই প্ল্যানিংয়ের গুরুত্বপূর্ণ অংশ হল প্যান্ডেল হপিং বা ঘুরে ঘুরে ঠাকুর দেখা। তা সে বনেদি বাড়ির বা বারোয়ারি পুজোর সাবেকি সনাতনী প্রতিমা হোক কিংবা আধুনিক থিম পুজোর অসাধারণ নানান শিল্পকৃষ্টি চাক্ষুষ করা। পুজোর ক’টা দিন নির্বিঘ্নে ঠাকুর দর্শন করতে চান? আপনার মুশকিল আসান হতে হাজির রাজ্য পর্যটন দফতর। কলকাতা ও হুগলির বনেদি বাড়ির ও বারোয়ারী পুজো দর্শনের জন্য ৩টি প্যাকেজ ট্যুর এনেছে রাজ্য পর্যটন দফতর। পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী বাংলাকে দেশের পর্যটনের প্রবেশদ্বার করতে চান।এখন সেই কাজই বাস্তবায়িত করার চেষ্টা চলছে”। পুজো পরিক্রমা প্যাকেজ ট্যুরের বুকিংয়ের জন্য ক্লিক করুন এই ওয়েবসাইটে -“www.wbtdcl.com”।
রাজ্য পর্যটন দফতরের প্যাকেজ ট্যুর শুরু মহাতৃতীয়ার দিন অর্থাৎ ১৭ অক্টোবর থেকে। প্রথম প্যাকেজ ট্যুরের নাম দেওয়া হয়েছে ‘উদ্বোধনী’। তৃতীয়া, ১৭ অক্টোবর আর মহাচতুর্থী, ১৮ অক্টোবর সারারাত ধরে কলকাতার বিখ্যাত সার্বজনীন পুজোগুলো দেখা যাবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা ব্যাপী এই পুজোর প্যাকেজ ট্যুরের জন্য খরচ পড়বে জনপিছু ২০৯৯ টাকা। রবীন্দ্র সদন থেকে এসি বাস ছাড়বে। ট্যুর শেষে রবীন্দ্র সদনের সামনেই নামানো হবে যাত্রীদের। এই ট্যুরে প্রত্যেককে প্যাক করে রাতের খাবারও দেওয়া হবে। সারারাত ধরে এই প্যাকেজ ট্যুরে দেখানো হবে কলেজ স্কোয়্যার, মহম্মদ আলি পার্ক, কাশী বোস লেন, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, মুদিয়ালি ক্লাব, শিবমন্দির, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, হিন্দুস্তান রোড, রাজডাঙা নব উদয় সংঘের পুজো।
দ্বিতীয় প্যাকেজ ট্যুরের নাম দেওয়া হয়েছে সনাতনী। কলকাতার বিভিন্ন বনেদি বাড়ির পুজো দেখানো হবে। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর দিন, এই প্যাকেজ ট্যুরের আওতায় খেলাৎ ঘোষের বাড়ি, শোভাবাজার রাজবাড়ী, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, চন্দ্র বাড়ি, রানি রাসমণির বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি ও জোড়াসাঁকোর দাঁ বাড়ির পুজো দেখানো হবে। সকাল ৮টায় এসি বাস ছাড়বে রবীন্দ্র সদনের কাছ থেকে, বেলা সাড়ে ১২টায় শেষ হবে ট্যুর। রবীন্দ্র সদনের সামনে যাত্রীদের নামানো হবে। জনপিছু খরচ পড়বে ১৯৯৯ টাকা। প্রত্যেককে প্যাকেটে করে প্রাতরাশ দেওয়া হবে। দুপুরে শোভাবাজার রাজবাড়ীতে ভোগ খাওয়ানো হবে। শুধু মহাষ্টমীর দিন ছাতুবাবু-লাটুবাবুর বাড়ির পুজো দেখানো হবে না।
তৃতীয় প্যাকেজ ট্যুরের নাম দেওয়া হয়েছে হুগলি সফর। কেউ যদি পুজোর ক’টা দিন কলকাতার নাগরিক ব্যস্ততা ছেড়ে একদিন হুগলির বনেদি বাড়ির পুজো দেখতে চান। তা’হলে আপনার জন্য আদর্শ হল এই প্যাকেজ ট্যুরটি। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর দিন এই ‘হুগলি সফর’-এর প্যাকেজ ট্যুর হবে। সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই প্যাকেজ ট্যুরের জন্য খরচ পড়বে জনপিছু ৩৪৯৯ টাকা। এসি বাসে করে ঘোরানো হবে। রবীন্দ্র সদনের সামনে থেকে বাস ছাড়বে। রাতে ওখানেই যাত্রীদের নামানো হবে। প্রত্যেককে প্যাকেটে করে প্রাতরাশ ও মধ্যাহ্নভোজনের খাবার দেওয়া হবে। এই প্যাকেজ ট্যুরে দেখানো হবে শ্রীরামপুর গোস্বামী বাড়ির পুজো, বুড়ি দুর্গা, শেওড়াফুলি সুরেন্দ্রনাথ ঘোষের পুজো, শেওড়াফুলি রাজবাড়ীর পুজো। এছাড়াও হংসেশ্বরী দেবীর মন্দির, অনন্ত বাসুদেব মন্দির দর্শন করার সুযোগ আছে। পাশাপাশি, হুগলির গুপ্তিপাড়ার দুর্গাবাড়ির পুজো, বিশেষ কিছু মন্দির ও গুপ্তিপাড়ার সেনবাড়ির পুজো দেখানো হবে।
Free Access