কলকাতা

বাগদেবীর আরাধনায় উষ্ণতার ছোঁয়া, শীতের কামব্যাক কবে?

Touch of warmth in the worship of Bagdevi, when is the comeback of winter?

Truth Of Bengal : শীতের লুকোচুরি খেলা আর যেন শেষই হচ্ছে না। সকালের দিকে দেখা নেই সূর্যের। বেলা বেরার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শীতের আমেজ বলতে কিছুই নেই। রীতিমত সোয়েটার আলিমারিতে তুলে দেওয়ার মতো সময় চলে এলো। তবে কি পাকাপাকি ভাবে এবার যেতে বসেছে শীতকাল?

আলিপুর আবহাওয়া দফতর আগের জানিয়েছিল চলতি বছর বাগদেবীর আরাধনার দিন বেশ ভালোই গরম পড়তে চলেছে। আর তার আভাস রাজ্যবাসি এখন থেকেই পাচ্ছে। এবারের শীতের মরসুমে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্জা।  আর সরস্বতী পুজোর আগেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের অনুভূতি বারবার বাধা পাচ্ছে। একটি নয়, দু দুটি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা এইরূপ বাড়বাড়ন্ত।

সরস্বতী পুজোর আগে একেবারে শীত যে গায়েব হয়ে যাবে সেই কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। রাজ্য জুড়ে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ার কথা ছিল। আর ঠিক তেমনটাই হতে দেখা যাচ্ছে। এই কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৭.৪ ডিগ্রিতে। জানুয়ারি মাসের শেষ আর ফেব্রুয়ারি মাসের শুরুতে তাপমাত্রা ১৯ অথবা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে। আপাতত রাজ্যে নেই কোন বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণ বঙ্গে তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

এই পরিস্থিতিতে শীত প্রেমীদের মনে একটাই প্রশ্ন তবে কি আর শীতের কাম ব্যাক হচ্ছে না? আবহাওয়াবিদের মতে এই কয়েকদিনে তাপমাত্রার বৃদ্ধি ঘটলেও ফের তাপমাত্রা খানিকটা কমবে। তবে সেটা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না বলেও জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদ।

Related Articles