আজ এসএসসি-২০১৬ মামলার রায়দান, ২৫ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ধারণ
Today SSC-2016 case verdict, fate of 25 thousand job aspirants decided

The Truth Of Bengal : আজ কলকাতা হাইকোর্টে এসএসসি-২০১৬ মামলার রায়দান। রায়দান করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। প্রায় ২৫ হাজার প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়ের ওপর। শুনানি শেষে ৩৩ দিনের মাথায় রায় শোনাবে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ। এসএসসি-তে চতুর্থ ও তৃতীয় শ্রেণির কর্মী নিয়োগ, নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ২০ মার্চ হাই কোর্টের বিশেষ বেঞ্চ মোট ৩৪৮টি মামলার একসঙ্গে টানা শুনানি শেষে রায়দান স্থগিত রাখে। সেই মামলার রায়দান আজ।
আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন এক সময় চাকরিহারা ও পরে আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া থেকে শুরু করে ন্যায্য চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০২১ সালে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এখন এজলাস ছেড়ে রাজনীতির ময়দানে।
একটা সময় এই সমস্ত মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশে হাই কোর্ট গোথিত হয় বিশেষ বেঞ্চ। গত বছরের নভেম্বর মাসে হাই কোর্টের বিশেষ বেঞ্চকে ৬ মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে বলে জানায় দেশের শীর্ষ আদালত। সেই মামলার এতদিন শুনানি হলেও রায়দান স্থগিত ছিল। এবার সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের আগেই হতে চলেছে রায়দান।