শুক্রে বঙ্গ জুড়ে ঝড়- বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Thunderstorm forecast in Bengal on Friday

Truth Of Bengal: চৈত্রের শেষে মিলল স্বস্তি। হাওয়া অফিসের পূর্বাভাস মত বৃহস্পতিবার কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে বৃষ্টিতে। শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে মিলছে গরম থেকে স্বস্তি। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
শুক্রবার কলকাতায় পরিষ্কার আকাশ, বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সতর্কতার প্রভাব বেশি থাকবে সাত জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে।
অন্যদিকে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে কালবৈশাখীর সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।