
The truth of bengal: ফের কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি। এবার বিমানবন্দরের ম্যানেজারের কাছে হুমকি মেল আসায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক।বোমা রাখা হয়েছে বলে জানানো হয়। গত ২৬তারিখ এভাবেই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। ৩দিনের মধ্যে ২বার হুমকির মেল এল।এই হুমকির পরেই বিমানবন্দরজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।বারবার বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় আশঙ্কিত যাত্রীরা।