এই ‘EXIT POLL’ মানি না, টাকা দিয়ে করিয়েছে বিজেপি, কড়া প্রতিক্রিয়া মমতার
This 'EXIT POLL' is not accepted, BJP has done it with money, Mamata's strong reaction

The Truth of Bengal: ‘EXIT POLL’ নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ‘EXIT POLL’ তিনি মানে না বলে জানিয়েছেন। টাকা দিয়ে বিজেপি এই ‘EXIT POLL’ করিয়েছে। কর্মীরা মনোবল না হারিয়ে গণনায় তাদের সক্রিয় ভাবে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। প্রথম সারির প্রায় সব ‘EXIT POLL’ ফের একবার গেরুয়া ঝড়ের আভাস দিয়েছে। এই রাজ্যেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। যা নিয়ে চ্চলছে রাজনৈতিক তরজা।
শনিবার শেষ দফা ভোটের পর ‘EXIT POLL’ সামনে আনে সংবাদ মাধ্যম। সেই ‘EXIT POLL’ নিয়ে রবিবার সকালে একটি টিভি চ্যানেলে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদযহায় বলেন, ‘এই EXIT POLL মানি না। টাকা দিয়ে বিজেপি এই EXIT POLL করিয়েছে। ‘২০২১ সালে রাজ্যে EXIT POLL কী দেখিয়েছিল? বিজেপিকে কার্যত ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ফল কী হয়েছিল তা সবাই জানে। লোকসভা ভোটের EXIT POLL তৈরি হয়েছিল ২ মাস আগে। বিজেপির একটি কোম্পানি এই EXIT POLL তৈরি করে। এই EXIT POLL-এর কোনও মূল্য নেই। MEDIA’ এখন ‘MODIA’ হয়ে গিয়েছে। আসন ভিত্তিক ফলাফল কী করে বলে দিচ্ছে মিডিয়া? মিডিয়ার এই ক্যালকুলেশন মানি না। কর্মীরা মনোবল হারাবেন না। ভোট গণনায় অংশ নিন সবাই। মিডিয়া যা দেখিয়েছে তার দ্বিগুণ আসন পাবে তৃণমূল। আমি এই EXIT POLL মানি না, মানি না, মানি না। এই EXIT POLL একেবারেই ফেক।