“ই-মেইল করে বলছে আমরা খারাপ, কুৎসা চলছে”- কেন বললেন মুখ্যমন্ত্রী?
"They are sending e-mails saying we are bad, slander is going on" - why did the Chief Minister say that?

Truth Of Bengal: বিরোধীরা কুৎসার রাজনীতি করছে। কোন প্রশ্ন থাকলে করুন জবাব দেব। কিন্তু কুৎসা করবেন না। বাংলার বদনাম হলে সবার বদনাম। বাংলা মাকে অপমান করা সকলের অপমান। সামাজিক মাধ্যমে কুৎসা করা হচ্ছে তাঁর বিদেশ সফর নিয়ে।
লন্ডন সফরের আগে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন দেশের সম্মান বৃদ্ধি, বাংলার সম্মান বৃদ্ধি আমাদের সবার দায়িত্ব। দেশের কোন নেতা বিদেশে গেলে দেশের গৌরব বারে। অন্য কোন দলের নেতাও বিদেশে প্রতিনিধিত্ব করতে গেলে আমরা সমালোচনা করি না।
কিন্তু তার এই সফর নিয়ে সমালোচনা করা হচ্ছে। ‘ই-মেইল করে বলা হচ্ছে আমরা খারাপ’। মুখ্যমন্ত্রী আরও বলেন সেই সব ই-মেইল আমাদের হাতে পৌঁছেছে। সাংবাদিক বৈঠকে বিরোধীদের নিশানা করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছু মানুষ কুৎসা ছড়িয়ে এই কাজ করছে। মমতা বলেন লড়াই করে এই জায়গায় এসেছি, কোন কুৎসাকে পরোয়া করি না। তবে বাংলার যখন অসম্মান হয় তখন খারাপ লাগে। আমাদের আক্রমণ করতে গিয়ে বাংলাকে অসম্মান করা হচ্ছে। বাংলাকে অসম্মান করার চেষ্টা করবেন না। বিজেপি ও বামেদের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন বাম, উগ্র-বাম ও বিজেপির কোন ফারাক নেই।