বর্ষবরণের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বঙ্গে, কবে থেকে কমতে পারে পারদ?
There is no chance of winter in Bengal before the beginning of the year, the mercury may decrease after Sunday

Truth Of Bengal : আর কয়েকদিন তারপরেই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। ডিসেম্বরের শেষ লগ্নেও দেখা নেই কনকনে শীতের। বছর শেষেও রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে শনিবার দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ওইদিনেই হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। শনিবারের আগে ছেটাফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম।
চলতি বছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক অঞ্চলে শনিবার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। আপাতত স্বাভাবিকের উপরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। রবিবার কি তার পর থেকেই হতে পারে পারদ পতন। এই মুহূর্তে তেমন জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা না থাকলেও বর্ষবরণে শীত কিছুটা বাড়বে বলেই জানা যাচ্ছে।
অন্যদিকে রাজ্যের পাহাড়ের রানি দার্জিলিং এ রয়েছে তুষারপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। যা আপাতত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলের কাছে। এই নিম্নচাপের শক্তি ক্ষয় হচ্ছে খুব ধীর গতিতে। যে কারণে শীত ঢুকতে বাধা পাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার জন্য সতর্কতা জারি থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সকালের দিকে ঢাকতে পারে কুয়াশার চাদরে। বাদ যাবে না উত্তরের জেলাগুলিও। সকাল এবং রাতের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও।