কলকাতা

রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে বদল, ফের নির্বাচনের মুখোমুখি নৈহাটি

There has been a change in the political context, Naihati faces elections again

Truth Of Bengal : কংগ্রেস, জনতা দল, সিপিআই, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক প্রেক্ষাপটে নৈহাটিতে ঘুরে ফিরে এসেছে সব দল। তবে এখনো পর্যন্ত বিজেপি একবারও জেতেনি। আবার একটা নির্বাচনের মুখোমুখি নৈহাটিবাসী। উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী আগামী ১৩ নভেম্বর। ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হয়ে পার্থ ভৌমিক ইস্তফার কারণে এই নির্বাচন।

রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক। নৈহাটি বিধানসভা নির্বাচনে ৭৭,৭৫৩ ভোট পেয়ে জয়ী হন পার্থবাবু। বিজেপির প্রার্থী ফাল্গুনী পাত্রকে পরাজিত করেন তিনি।

রাজ্য মন্ত্রিসভায় তিনি সেচ দফতরের দায়িত্ব পান। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন পার্থ ভৌমিক। বিজেপির অর্জুন সিংকে পরাজিত করেন তিনি। সাংসদ নির্বাচিত হওয়ার কারণে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। তার ছিড়ে যাওয়া আসোনি উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী আগামী ১৩ নভেম্বর।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নৈহাটিতে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এবারের এই উপনির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হিসাবে বিজেপি ও বামেদের লড়াইয়ের সম্ভাবনা প্রবল। নৈহাটির রাজনৈতিক ইতিহাসে কোন সময়ই একক কোন দলের একচ্ছত্র অআধিপত্য ছিল না। কখনো বামেদের জয় এসেছে আবার কখনো জাতীয়তাবাদী দলের। রাজ্যে যখন বামফ্রন্টের ক্ষমতা মধ্য গগনে সেই সময় এই নৈহাটিতে জয়ী হয়েছিলেন কংগ্রেসের ডাক্তার তরুণ অধিকারী। আবার এখান থেকেই নির্বাচিত হয়েছিলেন সিপিএমের রঞ্জিত কুন্ডু। অবশ্য গত তিনটি টার্মে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক।

উপনির্বাচন: নৈহাটি

  • তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিকের পদত্যাগের কারণে উপনির্বাচন
  • নৈহাটি সহ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ১৩ নভেম্বর
  • ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নৈহাটি কেন্দ্রে জয়ী হন পার্থ ভৌমিক
  • নৈহাটি বিধানসভা নির্বাচনে ৭৭,৭৫৩ ভোট পেয়ে জয়ী হন পার্থবাবু
  • বিজেপির প্রার্থী ফাল্গুনী পাত্রকে নৈহাটি কেন্দ্রে পরাজিত করেন তিনি

নৈহাটি বিধানসভা কেন্দ্রটি নৈহাটি পৌরসভা, জেটিয়া, কাঁপা-চাকলা, মাঝিপাড়া-পলাশি ও শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে গঠিত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭৪ হাজার ৫৭৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪৫ হাজার ৪২৯৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়কে ২৮ হাজার ৬২৮ ভোটে পরাজিত করেন। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের রঞ্জিত কুণ্ডুকে পরাজিত করেন। ১৯৯১ সালে কংগ্রেসের তরুণ অধিকারী এই কেন্দ্রে জয়ী হন।

  • ১৯৫১ সাল – সুরেশচন্দ্র পাল – কংগ্রেস
  • ১৯৬২ সাল – গোপাল বসু – সিপিআই
  • ১৯৫৭ সাল – গোপাল বসু – সিপিআই
  • ১৯৬৭ সাল – জি ভট্টাচার্য -কংগ্রেস
  • ১৯৬৯ সাল -গোপাল বসু – সিপিএম
  • ১৯৭১ সাল -গোপাল বসু – সিপিএম
  • ১৯৭২ সাল -তারাপদ মুখোপাধ্যায় – কংগ্রেস
  • ১৯৭৭ সাল- গোপাল বসু – সিপিএম
  • ১৯৮২ সাল – অজিত বসু – সিপিএম
  • ১৯৮৭ সালে – শ্যামল ভট্টাচার্য -জনতা দল
  • ১৯৯১ সাল – তরুণ অধিকারী -কংগ্রেস
  • ১৯৯৬ সাল- রঞ্জিত কুন্ডু – সিপিএম
  • ২০০১সাল -রঞ্জিত কুন্ডু – সিপিএম
  • ২০০৬-সাল-রঞ্জিত কুন্ডু – সিপিএম
  • ২০১১ সাল – পার্থ ভৌমিক – তৃণমূল
  • ২০১৬ সাল- পার্থ ভৌমিক – তৃণমূল
  • ২০২১ সাল- পার্থ ভৌমিক – তৃণমূল

১৯৯৬,২০০১,২০০৬ সালের বিধানসভা নির্বাচনে, সিপিআইএমের রঞ্জিত কুণ্ডু নৈহাটি কেন্দ্র থেকে জয়ী হন। ২০০৬ সালে তৃণমূল কংগ্রেসের ধিলন সরকার, ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের তরুণ অধিকারী ও ১৯৯৬ সালে কংগ্রেসের তরুণ অধিকারীকে পরাজিত করেন রঞ্জিত। জনতা দলের শ্যামল ভট্টাচার্যও ১৯৮৭ সালে সিপিএমের গোপাল বসুকে পরাজিত করেন। আবার ১৯৮২ সালে সিপিএমের অজিত বসু এই আসনে জয়ী হয়েছিলেন। তারও আগে ১৯৭৭ সালে সিপিএমের গোপাল বসু এই আসনে জেতেন। তিনি কংগ্রেসের জগদীশ চক্রবর্তীকে হারিয়ে দেন। তার আগে ১৯৭২ সালের নির্বাচনে কংগ্রেসের তারাপদ মুখোপাধ্যায় এই আসনে জিতেছিলেন। ১৯৭১ ও ১৯৬৯ সালে সিপিএমের গোপাল বসু এই আসনে জিতেছিলেন। আবার ১৯৬৭ সালে কংগ্রেসের জি ভট্টাচার্য এই আসন জেতেন। ১৯৬২ ও ১৯৫৭ সালে সিপিআইয়ের গোপাল বসু জয়ী হন। ১৯৫১ সালের দেশের প্রথম নির্বাচনে কংগ্রেসের সুরেশচন্দ্র পাল নৈহাটি কেন্দ্র থেকে জিতেছিলেন।

Related Articles