ত্রিশূল হাতে তুলে নিয়ে হুঙ্কার দিলীপের,কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস
The Trinamool Congress approached the commission

The Truth of Bengal: ভোট প্রচারে কখনই প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ায় রাজনৈতিক দলের প্রার্থীদের এই নির্দেশিকা দিয়েছে কমিশন। কিন্তু সেই নির্দেশ বিজেপির প্রার্থীরা মানছে না বলে অভিযোগ।বিশেষ করে দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রচার সারছেন। লাঠির পর এবার ত্রিশূল হাতে প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তাঁর দাবি, আত্মরক্ষা নয়, দেশরক্ষার জন্য ত্রিশূল হাতে নিয়েছেন। তৃণমূলের অভিযোগ,ধর্মীয় আবেগ উস্কে দিতেই এই ধরণের আচরণ করছেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, জানিয়েছেন, আসলে দিলীপ ঘোষ প্রচারে ভেসে থাকতেই এই ধরণের কাজ করছেন। তৃণমূল কংগ্রেসও এই নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানাতে তত্পর।
অবিলম্বে কমিশন দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিক বলে দাবিও তুলেছে তৃণমূল নেতৃত্ব। এর আগে দিলীপ ঘোষ,মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। কেন বিজেপির প্রার্থীরা প্রকাশ্যে উস্কানি ছড়িয়ে ভোট চাইছে তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যেতে চায়।