
Truth Of Bengal: কসবা, মধ্যমগ্রাম, বেহালা, ট্যাংরার পর এবার হালতু। মঙ্গলবার সকাল ১০:৪০ মিনিট নাগাদ হালতুর পূর্বপল্লি এলাকায় স্বামী-স্ত্রী এবং তিন বছরের শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।
ঘটনার খবর মিলতেই খবর দেওয়া হয় পুলিশকে। এরপর তারা ওই এলাকায় পৌঁছে তিনজনের দেহ উদ্ধার করে। পাশাপাশি তাদের দেহের পাশ থেকে সুইসাইড নোটও মিলেছে। যেখানে দুজনের নাম উল্লেখ রয়েছে।
তবে প্রাথমিক সূত্রে জানা যায়, বিশাল পরিমাণ দেনা ছিল তাদের। সেই দেনার টাকার চাপেই মূলত এই পদক্ষেপ নেয় তারা। কিন্তু শিশুর মৃত্যু কীভাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এখনও কোন কিছুই স্পষ্ট নয় তাদের কাছে। তাই এই ঘটনার পর তাদের দেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি গোটা ঘটনার জন্য আরও তদন্ত চালাবে বলে জানিয়েছে তারা।