হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করল স্কুল সার্ভিস কমিশন, আবেদন গ্রহণ করল সুপ্রিমকোর্ট
The School Service Commission filed a case challenging the High Court's verdict

The Truth of Bengal: অবশেষে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করল স্কুল সার্ভিস কমিশন। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল ঘোষণা করা হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে প্রথম আবেদন জমা পড়ল। বুধবার আবেদন জমা দিল স্কুল সার্ভিস কমিশন। আবেদনে পুরো প্যানেল বাতিল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
যেখানে সিবিআই রিপোর্টে পাঁচ হাজার নিয়োগে গরমিলের কথা বলা হয়েছে সেখানে কেন পুরো প্যানেল বাতিল করা হল? হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রাইকে চ্যালেঞ্জ চালানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানাবে রাজ্য আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্দেশকে বেআইনি নির্দেশ বলেও কটাক্ষ করেছিলেন মমতা।
এবার স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়কে প্রথম চ্যালেঞ্জ জানাল। এছাড়াও চাকরি হারারা সুপ্রিম কোর্টে যেতে চলেছেন। যেসব চাকরিহারা সঠিক নিয়মে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের অন্যায় কোথায় সেই প্রশ্ন তুলবেন তারা। যারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছে তাদের সঙ্গে কেন মিশিয়ে দেওয়া হলো নিয়মে চাকরি পাওয়া প্রার্থীদেরও। এর ফলে তাদের সামাজিক সম্মান খাওয়াতে হয়েছে। আবেদনের সেই বিষয়টিও থাকতে চলেছে।