কলকাতা
মাইক্রো অবজারভার বাছাই নিয়ে বৈঠক শেষ, ৪৮ ঘণ্টার মধ্যে নামের তালিকা চাইল কমিশন
কমিশন সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যে থাকা সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিই ঠিক করবে কারা মাইক্রো অবজারভার হবেন।
Truth Of Bengal: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় হিয়ারিং পর্ব নির্বিঘ্ন করতে মাইক্রো অবজারভার নিয়োগের প্রস্তুতি জোরদার করল নির্বাচন কমিশন। শনিবার কোল ইন্ডিয়া, ইনকাম ট্যাক্স এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ বেশ কেন্দ্রীয় সরকারি সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকৃ করেন সিইও মনোজ কুমার আগরওয়াল।
কমিশন সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যে থাকা সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিই ঠিক করবে কারা মাইক্রো অবজারভার হবেন। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরকে ৪৮ ঘণ্টার মধ্যে নামের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাম চূড়ান্ত হয়ে গেলেই মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশিক্ষণ পর্ব শুরু করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্যভাবে আগামী বুধবার থেকেই এই প্রশিক্ষণ শুরু হতে পারে।






