কলকাতা হাইকোর্টের ২ বিচারপতির ‘সংঘাত’, বিচারপ্রক্রিয়া স্থগিত রেখেছে সুপ্রিমকোর্ট….
The 'conflict' of 2 judges of the Calcutta High Court, the Supreme Court has suspended the proceedings..

The Truth Of Bengal: কলকাতা হাইকোর্টের ২ বিচারপতির ‘সংঘাত’নিয়ে শনিবার সুপ্রিমকোর্টে শুনানি হয়। আইনজীবীদের একাংশের অভিমত,বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের এই মতভেদ বেনজির।দুই বিচারপতির বিচারপ্রক্রিয়া স্থগিত রেখেছে সুপ্রিমকোর্ট। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সংঘাত।বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সেই সংঘাত চরমে পৌঁছানোয় মামলা গড়ায় সুপ্রিমকোর্টে। শীর্ষ আদালত দুই বিচারপতির বিচারপ্রক্রিয়ায় স্থগিত রেখেছে। দেখে নেব কী নিয়ে এই সংঘাতের সূত্রপাত।আইনজীবী মহলের তরফে জানা যায়, মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দেয়। পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। এর পরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়াগত ‘ত্রুটি’ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর নির্দেশনামায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন। এমনকি, বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা-ও কার্যকর হবে না বলে জানিয়ে দেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।সেই সংঘাতের বিষয়ে শীর্ষ আদালত স্থগিতাদেশ দিয়েছে। এই বিষয়ে
রাজ্য সরকারকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। এমনকি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে মেডিকেলে ভর্তির তদন্তে।স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। মূল মামলাকারীকেও নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছিলেন, তা-ও স্থগিত থাকবে বলে আলাদা করে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে মামলার আবেদন জানায় রাজ্য। সুপ্রিম কোর্ট সেই অনুমতিও দিয়েছে। সেই সঙ্গে রাজ্যকে নোটিস জারি করা হয়েছে শীর্ষ আদালত থেকে। নোটিস দিতে বলা হয়েছে সিবিআইকেও। সেই সঙ্গে মামলাকারীকেও নোটিস দেওয়া হয়েছে।এই মামলার পরবর্তী শুনানি সোমবার।
Free Access