ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন! নাম নেই ভোটার তালিকায়
The Chief Minister's brother Baboon could not vote! The name is not in the voter list

The Truth of Bengal: ভোটার তালিকা থেকে বাদ গেল মুখ্যমন্ত্রীর ভাইয়ের নাম। যার জন্য ভোট দিতে পারলেন না বাবুন বন্দ্যোপাধ্যায়। ভোট না দিতে পেরে হতাশ মুখ্যমন্ত্রীর ভাই। ভোটার তালিকায় নাম না থাকার ঘটনায় কমিশনের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলছেন, ‘পুরো বিষয়টি দেখে জাতীয় নির্বাচন কমিশন। কেন এমনটা ঘটল, তা তারাই বলতে পারবে।‘
কালীঘাটে বাড়ি হলেও মধ্য হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডের ভোটার বাবুন বন্দ্যোপাধ্যায়। পঞ্চম দফায় সোমবার ভোট ছিল হাওড়ায়। নিয়ম মেনে এদিন অন্য ভোটারদের মতো ভোট দিতে গিয়েছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। বুথে পৌঁছে দেখেন ভোটার তালিকায় নাম নেই তাঁর। এই প্রসঙ্গে বাবুন বলেন, ‘কেন এমন হল তা আমার মাথায় ঢুকছে না। ২০২২ সালে এখানে আমি ভোটার হয়েছি। একজন নাগরিক হিসাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে। তবে কেন এমন হল, আমি তা জানতে চেয়েছি।‘
ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে তিনি হাওড়ার এসডিও সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। অনলাইনে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠিয়েছেন। তবে কেন নাম বাদ গেল, সে ব্যাপারে কোনও সদুত্তর পাননি তিনি। খোদ মুখ্যমন্ত্রীর ভাই ভোট না দিতে পারায় তুমুল চর্চা শুরু হয়েছে হাওড়াবাসীর মধ্যে।